সাগরদিঘিতে আদিবাসী নিবিড় এলাকায় ভোট প্রচারে এসে ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বন প্রতিমন্ত্রী, বিরবাহা হাঁসদা । বুধবার সাগরদিঘির মনিগ্রামের চাঁদপাড়া আদিবাসী এলাকায় ভোট প্রচারে আসেন বীরবাহা হাঁসদা । সেখানে গ্রামের মানুষদের সাথে বসে আলোচনা করেন। তিনি তাঁদের সাথে নাচ গানে সামিল হন রাজ্যের বন প্রতিমন্ত্রী , অভিনেত্রী বিরবাহা । এদিন প্রচারের ফাকে আদিবাসীদের সাথে নাচেও শামিল হন তিনি । তবে এদিন মন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগ নিয়ে ক্ষোভ উগরে দেন আদিবাসী এলাকার বাসিন্দারা। রাস্তা নিয়ে ক্ষোভ। সাগরদিঘিতে ক্ষোভ উগরে দেন গ্রামের মানুষ। ভাঁওতা দিয়ে বারবার নেওয়া হচ্ছে ভোট, দাবি গ্রামবাসীদের।
ক্ষোভে কাটল তাল। গানে, নাচে সাগরদিঘির প্রচারে বিরবাহা
Published By: Madhyabanga News |
Published On: