মধ্য়বঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদের বড়ঞায় ঘরের ভেতর থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বড়ঞা থানার কোগ্রামে। মৃতের নাম রিয়াঙ্কা ঘোষ। পরিবার সূত্রে জানা গিয়েছে রিয়াঙ্কা ঘোষ বীরভূমের বোলপুর কলজের ছাত্রী বিএ দ্বিতীয় বর্ষে ছাত্রী । রিয়াঙ্কার মা বিভা ঘোষ লাভপুর সত্যনারায়ণ হাইস্কুলে গ্রুপ সি পদে চাকরি করতেন । সম্প্রতি কোর্টের রায়ে রিভা ঘোষের চাকরি বাতিল হয়। জানা গিয়েছে, রিভা ঘোষ আসলে চাকরি বিক্রি চক্রে সিবিআই’এর হাতে গ্রেফতার হওয়া কৌশিক ঘোষের বোন। স্থানীয়দের অনুমান, মায়ের চাকরি বাতিলের পর থেকে মানসিক চাপে ছিলেন ঐ ছাত্রী। রবিবার ছিলেন বাড়িতে নিজের ঘরেই। দুপুরে খাওয়ার জন্য ডাকতে গিয়ে ঘরেই ছাত্রীর ঝুলন্ত দেখ দেখেন পরিবারের সদস্যরা। রবিবার দুপুরে বড়ঞার বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় রিয়াঙ্কা ঘোষের । বড়ঞা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কী কারনে আত্মঘাতী হল ওই ছাত্রী তা নিয়ে কিছু বলতে নারাজ পরিবার।
কোর্টের রায়ে চাকরি গিয়েছে মায়ের, মামা হাজতে । বড়ঞায় উদ্ধার ছাত্রীর দেহ
Published By: Madhyabanga News |
Published On: