এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

কুলের নাম নুরানি সুন্দরী, ইউটিউব দেখে গাছ ভর্তি লাল আপেল কুল ফলাচ্ছেন ডোমকলের হাবিবুর

Published on: February 13, 2022

নূরানি সুন্দরী বা কাশ্মীরি আপেল কুলের এই লাভজনক প্রজাতি আশার আলো জাগাচ্ছে ডোমকলের হাবিবুর রহমানকে। আপেল কুল চাষী  হাবিবুর রহমান জানান, নতুন কিছু করতেই আপেল কুল চাষ শুরু  ব্যাস, তারপর আর পেছনে তাকাননি। চৈত্র মাসে চারা কিনে দুই বিঘা জমিতে লাগিয়ে ফেলেন। পরিচর্যার পর আজ বাগান ভরেছে লাল লাল আপেল কুলে। গাছে গাছে ভর্তি আপেল কুল। এই কুল চাষ করে উপার্জনের পথ খুঁজে পেয়েছেন হাবিবুর।

 

ডোমকলের গরিবপুর, জিতপুর, সারাংপুরের পাশাপাশি ইসলামটুলি এলাকার বেশ কিছু জমিতে এবার কুল চাষ হয়েছে। কুলের ভারেই ভেঙে যাচ্ছে গাছের ডাল। প্রথমবার চাষ কর এত ফলন দেখে নিজেও হতবাক হাবিবুর রহমান। কুল বাজারে বিক্রি করে ভালো ফলের আশা কুল চাষীর। গ্রামের আর পাঁচজন যুবকও কুল চাষে উৎসাহ পাচ্ছেন হাবিবুর রহমানকে দেখেই। জমি থেকেই কুল কিনে নিয়ে যাচ্ছেন কুল বিক্রেতারা। সামান্য পরিচার্যা করতে পারলেই হবে লাভ।

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now