বহরমপুর পৌরসভার কংগ্রেস প্রার্থীদের নিয়ে রাস্তায় নামলেন বহরমপুরের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মনোনয়নের প্রত্যাহারের শেষদিন প্রার্থীদের নিয়ে এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন অধীর।
মনোনয়ন প্রত্যাহার রুখতে রাতভর প্রার্থীদের দলীয় দপ্তরেই রেখেছিল কংগ্রেস। শনিবার দুপুরে মিছিল করে এসপি অফিসে যান অধীর। এসপি অফিসে ঢোকার আগেই শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে স্লোগান দেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেস নেতাদের দাবি ছিল, সব প্রার্থীকে এসপি অফিসে ঢুকতে দিতে হবে। যদিও পরে অনুমতি মেলায় ভেতরে যান সকলেই।
এদিন জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমারের সাথে সাক্ষাত করেন অধীর। আলোচনার পর সন্তোষ প্রকাশ করে অধীর চৌধুরী বলেন ,” প্রত্যেকের কথা শুনেছেন পুলিশ সুপার। কী করবেন তিনি জানেন” । অধীর বলেন প্রয়োজনে অনশন, অবস্থান করে আন্দোলনে নামবে কংগ্রেস।