মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ খোঁজ মিলছিল না শনিবার বিকেল থেকে। রাতেও বাড়ি না ফেরায় বাড়ছিল উৎকন্ঠা। ভোরে এক বাগানে উদ্ধার হল নিখোঁজ কিশোরের দেহ। গলা কাটা রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় দেহ। মৃত কিশোরের নাম রামিজ সেখ। কীভাবে এই ঘটনা ঘটল ? বুঝতে পারছেন না স্থানীয়রা।
পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত কিশোরের নাম রামিজ সেখ ফারাক্কার জিগরি মোড় এলাকার বাসিন্দা। পারিবার সূত্রে জানাযায়, শনিবার বিকালে বেলায় বাড়ি থেকে বেরিয়ে ছিল ওই কিশোর। তারপর আর বাড়ি ফিরেনি । অনেক খোঁজা খুঁজির পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি । সারা রাত নিখোঁজ থাকার পর রবিবার ভোর রাতে স্থানীয় একটি বাগানে ওই কিশোরের গলা কাটা রক্তাক্ত দেখতে পাওয়া যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌচ্ছায় পুলিশ।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কি কারনে কিশোরকে খুন করা হল বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।