ছাত্রছাত্রীদের জন্য কাল খুকে যাচ্ছে ক্লাসরুমের দরজা। ৩ ফেব্রুয়ারি খুলছে স্কুল, কলেজ , বিশ্ববিদ্যালয়। শহর বহরমপুরে স্কুলে স্কুলে প্রস্তুতি তুঙ্গে। বুধবার সকাল থেকেই জেলার স্কুলে স্কুলে শুরু হয়েছে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। ক্লাসরুম, বারান্দা, স্কুলের সর্বত্র জীবাণুমুক্ত করা হয়। ধুলো জমেছে বেঞ্চ, টেবিলে। সেসব ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে।
অনেক স্কুলে জমেছে আগাছা। আগাছাও পরিষ্কার করা হয় স্কুল খোলার খবরে । বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হবে অষ্টম শ্রেনি থেকে দ্বাদশ শ্রেনি পর্যন্ত। কোভিড বিধি মেনেই স্কুল খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ।
স্কুলে শিক্ষক, শিক্ষিকা পড়ুয়াদের মাস্ক পরা বাধ্যতামূলক। সেই নির্দেশিকা মেনেই সোমবার থেকে শনিবার হবে ক্লাস। যদিও স্কুলে আসার ক্ষেত্রে পড়ুয়াদের জোর করা হবে না। বিধি মেনে ধাপে ধাপে পড়ুয়াদের স্কুলমুখি করার ভাবনা স্কুল গুলির।