রাস্তায় সরকারি আধিকারিকের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। এই ঘটনা ঘটল মুর্শিদাবাদের কান্দি থানার ভবানীপুর এর কাছে কান্দি বহরমপুর রাজ্য সড়কে। এদিন সকালে পথদুর্ঘটনায় একজনের মৃত্যু ঘটে। এরপরেই অভিযুক্ত সরকারি আধিকারিকের গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দিল ক্ষুদ্ধ জনতা। স্থানীয়দের দাবি, কান্দি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল ওই সরকারি আধিকারিকের গাড়ি। সেই সময় কান্দির দিকে যাচ্ছিলেন এক বাইক আরোহী। বাইক আরোহীকে ধাক্কা মারে গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চাটরার বাসিন্দা ওই ব্যক্তির। এর পরেই উত্তেজিত জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
কান্দিতে সরকারি আধিকারিকের গাড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা। দুর্ঘটনায় ক্ষোভ
Published on: March 6, 2023














