নিজস্ব সংবাদদাতা, কান্দিঃ শীতর দুপুরে কান্দিতে পুড়ে ছাই খড়ের পালা। শুক্রবার ভর দুপুরে কান্দির ভান্ডেরা গ্রাম। বিধ্বংসী আগুন। মজুর খড়ের গাদায় আগুন। পরপর তিন’টি খড়ের গাদায় আগুন লাগে। জানা গিয়েছে শুক্রবার দুপুরে কান্দি থানার ভান্ডেরা গ্রামে এক ব্যক্তির বাড়ির পাশে খড়ের গাদায় আগুন জ্বলতে দেখা যায়। আগুন ছড়িয়ে পরপর তিনটি খড়ের পালায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পরেন স্থানীয়রা। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকলের দুটি ইঞ্জিন। কীভাবে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা।