মধ্যবঙ্গ নিউজ, বহরমপুরঃ বহরমপুরে সরকারি হোম কাজী নজরুল ইসলাম শিশু আবাস থেকে বৃহস্পতিবার নিখোঁজ হয়েছে ১১ জন কিশোর। স্থানীয় সূত্রে খবর, নিঁখোজ কিশোর হোমের পাশের কৃষ্ণনাথ কলেজ স্কুলে পড়াশোনা করতো। ওই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মলয় বিশ্বাস বলেন, “ওদের কেউ সপ্তম কেউ অষ্টম কেউ নবম শ্রেণীতে পড়াশোনা করতো।” তিনি দাবি করেন, ” বৃহস্পতিবার ওরা স্কুলে এলেও কেউ নিজেদের উপস্থিতি জানায় নি। প্রথম পিরিয়ডের পর আমরা ছাত্রদের কাছ থেকে শুনতে পাই কিছু ছেলে স্কুল থেকে পালিয়ে যায়। পরে খোঁজ নিয়ে ওদের কথা জানতে পারি। হোম কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিঁখোজ সম্পর্কে নিশ্চিত হই।” বৃহস্পতিবার রাতেই বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। হোমের পড়ুয়াদের জন্য স্কুল কতৃপক্ষের কড়া নজরদারি না থাকায় উঠছে প্রশ্ন। নিখোঁজ কিশোরদের খোঁজে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।