এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

কাকমারি চর সীমান্তে গুলির শব্দ ! রহস্যমৃত্যু দুই বিএসএফ জওয়ানের Murshidabad Border

Published on: March 7, 2022

গুলির শব্দ শোনা গেল সীমান্তে। দৃশ্য দেখে আঁতকে উঠলেন প্রত্যক্ষদর্শীরা।  মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তে  সাগরপাড়া থানার কাকমারি চর এলাকায়  বিএসএফ ক্যাম্পে মৃত্যু হল দুই  দুই বিএসএফ জওয়ানের।  গুলিতেই  মৃত্যু হয়েছে বলে জনা গিয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতদের মধ্যে এক   বিএসএফ জওয়ানের ছোঁড়া গুলিতেই দুই জনের মৃত্যু ঘটেছে ।  ঘটনাস্থলে  এসেছেন বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকেরা।   পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ ক্যাম্প থেকে বের করে নিয়ে এসেছে।  মৃতদের মধ্যে একজন বিএসএফ’এর হেড কনস্টেবল রয়েছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now