মধ্যবঙ্গ নিউজ, সাগরদিঘিঃ সাগরদিঘিতে কংগ্রেসের জয় সময়ের অপেক্ষা বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একইসঙ্গে এদিনের ভোট গ্রহণ পর্ব নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। অধীর বলেন, “ এই নির্বাচনে সাধারণ মানুষ তৃণমূলের প্রলোভন, বাধা, সন্ত্রাসকে উপেক্ষা করে বুথে বুথে হাজির হচ্ছেন। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। সাগরদিঘির এই নির্বাচনে কংগ্রেসের জয় অবসম্ভাবী। এখন আমাদের দেখতে হবে কতটা মার্জিনে তৃণমূলকে আমরা হারাতে পারলাম। এই মূহুর্তে তার লড়াই চলছে।” কংগ্রেসের পাশাপাশি তৃণমূলের বহু কর্মীও কংগ্রেসকে ভোট দিচ্ছেন। বিজেপির কর্মীরাও তাঁদের ভোট দিচ্ছেন বলেও এদিন দাবি করেন অধীর। বিজেপিকে কটাক্ষ করে অধীর বলেন, “ বিজেপির দ্বারা হবে না ভেবেই তাঁরা কংগ্রেসকে সমর্থন করছেন।” প্রসঙ্গত, এই উপনির্বাচনের প্রস্তুতি পর্বে নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলেছিলেন অধীর। সেই দাবি নির্বাচন কমিশনেও জানিয়েছিলেন। বাংলার পুলিশ পক্ষপাতমূলক আচরণ করবে নির্বাচনের দিন সেই আশঙ্কা থেকেই এই দাবি তুলেছিলেন বলে জানিয়েছিলেন তিনি। এই উপনির্বাচনে ৩০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। দিন দুয়েক আগে সাগরদিঘি থানার ওসিকে অপসারণ করা হয়েছে। তাঁর জায়গায় হাওড়া জেলা থেকে মুর্শিদাবাদে এনে নিমাই ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনের দিন কয়েক আগে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের বিরুদ্ধে হাওড়ার সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ করেছেন এক মহিলা। যা নিয়ে কংগ্রেসের প্রার্থী পদ প্রত্যাহারের দাবি তুলেছিল তৃণমূল। তা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই আজ সোমবার সাগরদিঘির এই উপনির্বাচনে বেলা একটা পর্যন্ত ৪৮.২৮ শতাংশ ভোট পড়েছে। সেই সময় অধীরের জেতার দাবি তাৎপর্য পূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।