মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ধানঘরা, ধূসরীপাড়া, শিবপুরের পর এবার ঘনশ্যামপুর। সামসেরগঞ্জে একের পর এক গ্রাম ভাঙনের কবলে । নদী পাড়ের বাসিন্দাদের আতঙ্ক আর উৎকণ্ঠার শেষ নেই। বুধবার রাত থেকেই ফের ভাঙন শুরু হয়েছে তিনপাকুড়িয়া গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত ঘনশ্যামপুরে। রাতভর ভাঙতে থাকে নদী পাড়। দিনের আলো ফুটতেই নদী পাড়ে ভিড় করেন বহু মানুষ। চোখের সামনে ভেঙে যাচ্ছে নদী পাড়। একটু একটু করে বাড়ির দোরগোড়ায় হাজির হচ্ছে গঙ্গা।
গ্রামবাসীরা বলছেন, বিঘা বিঘা জমি জলের তলায়। ঘর বাড়িও ভেঙে যাওয়ার উপক্রম। ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করা হোক না হলে অন্যত্র পুনর্বাসন , তা না হলে পরিবার পরিজন নিয়ে ঠাই হবে খোলা আকাশের নীচে।
অনেকেই আবার প্রতিশ্রুতি নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন। অভিযোগ, নদী পাড়ে বালির বস্তা আর ভাঙ্গন প্রতিরোধে প্রতিশ্রুতি সত্ত্বেও সমস্যার সমাধান হয় না। বিগত তিন বছর ধরে ভুক্তভোগী গ্রামের পর গ্রাম এর অসংখ্য মানুষ। নদী পাড়ে ধ্বংসলীলা । গ্রাম জুড়ে আতঙ্ক। সামসেরগঞ্জ জুড়েই ভাঙনের অভিশাপ। গ্রামবাসীরা দাবি করছেন, প্রশাসনিক ভাবে তাদের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।