মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ০৯ অক্টোবরঃ নাবালকের হাতে বাইক। বহরমপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোরের। রবিবার সকালে বহরমপুরের কলবাগান এলাকায় দুর্ঘটা ঘটে । আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার সুত্রে জানা দিয়েছে মৃত দুই কিশোর একই পরিবারের সদস্য । এদিন সকালে বহরমপুরের শিয়ালমাড়া এলাকার বাসিন্দা বছর ১৬ রহিত সেখ ও বছর ১৭ রামিজ সেখ বাইকে করে বাড়ি থেকে বেড়িয়েছিল । কিছুক্ষণ পর কলাবাগান এলাকায় দুর্ঘটনা ঘটে । স্থানীয়রা তাদের উদ্ধার করে র্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । দুই কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।
এক বাইকে দুই নাবালক ! বহরমপুরে দুর্ঘটনায় মৃত্যু দুজনেরই
Published By: Madhyabanga News |
Published On:
