এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

একই দিনে সীমান্তে আটক ৪ বাংলাদেশি ! BSF detains 4 Bangladeshi Men in Murshidabad

Published on: February 2, 2022

মঙ্গলবার মুর্শিদাবাদের রানিনগরে পৃথক তিনটি জায়গা থেকে চার জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিএসএফ ও পুলিশ। মঙ্গলবার বিকেলে রানিনগর সীমান্তের চর মৌরুসীতে হারুন আলি নামের এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে বিএসএফ, পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । মঙ্গলবার রাত্রে চর দুর্গাপুর লাড্ডুর মোড় থেকে মিলন সেখ নামে আরও এক বাংলাদেশিকে আটক করে বিএসএফ তাকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এর পাশাপাশি রানিনগরের হারুডাঙ্গা সীমান্তেও দুই বাংলাদেশি ও স্থানীয় এক বাসিন্দাকে ফেন্সিডিল সহ গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। পৃথক তিনটি ঘটনায় মোট চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। বুধবার ধৃতদের লালবাগ কোর্টে পাঠায় পুলিশ। একদিনে চারজন বাংলাদশিকে সীমান্তে আটকের ঘটনায় প্রশ্ন উঠছে সীমান্তে নিরাপত্তা নিয়েও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now