ভোটের আগে অভিযোগ পালটা অভিযোগে উত্তপ্ত মুর্শিদাবাদ । মুর্শিদাবাদ পৌরসভা এলাকায় ফ্লেক্স পোড়ানোর অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের আগে রাতের অন্ধকারে ফ্লেক্স , পোস্টার পুড়িয়ে দেওয়া হয়েছে।
মুর্শিদাবাদ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চৌধুরী অভিযোগ করেন, বুধবার সকালে দেখা যায় পোস্টারে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির মুখের ছবি দেওয়া পোস্টার পোড়ানো হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে দলীয় পতাকা। অভিযোগের তীর বিজেপি এবং নির্দল প্রার্থীর সমর্থকদের দিকে।
ঘটনাকে ঘিরে সকাল থেকেই থমথমে গোটা এলাকা। ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল বলে কটাক্ষ ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নিউটন রায়ের ।