আমি অসহায়: অধীর । মুর্শিদাবাদে পদযাত্রায় কেন বললেন অধীর ?

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  “অধীর গড়” মুর্শিদাবাদে শুরু কংগ্রেসের পদযাত্রা।   দেশজুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে  চলছে ভারত জোড় পদযাত্রা । রাজ্যেও ‘ সাগর থেকে পাহাড়’ পদযাত্রা শুরু করেছেন অধীর চৌধুরী। এদিন মুর্শিদাবাদ জেলার রেজিনগরের  লোকনাথপুরে শুরু হয় পদযাত্রা । এদিন নারকেলবাড়ি ঘাট, কামনগর হয়ে সাটুই বাজারে পৌঁছাবে পদযাত্রা।  প্রায় ২২ কিলোমিটার পায়ে হেটে পদযাত্রা করবেন কংগ্রেস কর্মীরা। পঞ্চায়েত ভোটের আগে নিজের গড়ে পদযাত্রায় নেমে শক্তি বাড়ানো নিয়ে আশাবাদী কংগ্রেস শিবির। পদযাত্রায় কী বললেন প্রদেশ  কংগ্রেস সভাপতি,  বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী  ?

এদিন রাস্তার বেহাল দশা  নিয়ে অধীরের কাছে অভিযোগ করেন স্থানীয়রা। তবে অধীরের দাবি , রাস্তা করার দায়িত্ব জেলা পরিষদের, ঘর দেওয়ার দায়িত্ব পঞ্চায়েতের। হাতে ক্ষমতা নেই তাই অসহায় তিনি। লুটের রাজত্ব চলছে বাংলায়। অধীর বলেন, “ সাধারণ মানুষের রুটি, রুজি, রাস্তা, ঘর নেই। বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বঞ্চনার ইতিহাসের কাহিনী  বলছেন মানুষ। আমরা আমাদের অসহায়তার কথা বলছি, অক্ষমতার কথা বলছি। যখন জেলা পরিষদ, পঞ্চায়েত , পঞ্চায়েত সমিতি আমাদের ছিল। তখন মুর্শিদাবাদের সার্বিক  উন্নয়নের কথা মানুষের মনে আছে তাই মানুষ আমাদের কাছে দাবি করছে।    সেই দাবি পূরণ করতে না পেরে আমি দুঃখিত, যন্ত্রনাকাতর”।