এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

“আবেগের বশে নির্দল”, ফিরলেন তৃণমূলে ; হুঁশিয়ারিতেই কাজ ?

Published on: February 19, 2022

ধুলিয়ানে বিক্ষুব্ধ নির্দল প্রার্থী ফিরলেন তৃণমূলে । তৃণমূলে থেকে টিকিট না পেয়ে নির্দলের প্রার্থী হয়ে মনোনয়ন, ভোটের সাত দিন আগেই সিদ্ধান্ত বদল! নির্দল থেকে তৃণমূলে ফিরলেন ধুলিয়ানের ১৭ নম্বর ওয়ার্ডের বসুমতী সিংহ। বিক্ষুব্ধ তৃণমূল নেত্রীর সিদ্ধান্ত বদলকে স্বাগত জানালেন  জেলা নেতৃত্বও । শনিবার বসুমতী   বললেন, ” টিকিট পাইনি বলে  আবেগের বশে নির্দল প্রার্থী হয়েছিলাম। বুঝতে পারলাম কাজটা করা ঠিক হয়নি। দিদির কাছে ফিরে এলাম”।

বিক্ষুব্ধ নেতা ও নির্দল প্রার্থীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে  তৃণমূল কংগ্রেসের  শীর্ষ নেতৃত্ব । তারপরেই সিদ্ধান্ত বদল করলেন ধূলিয়ানের এই নির্দল প্রার্থী।  জঙ্গীপুরের সাংসদ, জঙ্গীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি খলিলুর রহমানের পাশে বসে আনুষ্ঠানিক ভাবে নিজেই ভোটের ময়দান থেকে সরে আসার সিদ্ধান্ত প্রকাশ্যে আনলেন মহিলা সংগঠনের এই নেত্রী। তিনি সাফ জানান, এখন তিনি তৃণমূলের প্রার্থীকে সমর্থন করেই প্রচার করবেন।

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now