বহরমপুর পৌরসভা এলাকায় ভোট ঘিরে অশান্তির অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। অধীরের অভিযোগ, পাড়ায় পাড়ায় সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। সকালেই অধীর অভিযোগ করেন, বিভিন্ন বুথে এজেন্টদের ঢুকতে দেওয়া হয় নি। তিনি নিজেই এজেন্টদের বুথে নিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন অধীর।
কংগ্রেসের পক্ষে অভিযোগ করা হয়েছে, জিটিআই স্কুলে বুথে অশান্তি হয়েছে। যদিও টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি, ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায় দাবি বহরমপুর পৌরসভা এলাকায় ভয়ের বাতাবরণ তৈরী করছেন সাংসদ।