চোর সন্দেহে কোমরে দড়ি দিয়ে বেঁধে গণ ধোলাই ঘিরে চাঞ্চল্য জলঙ্গিতে । গণধোলাইয়ের অমানবিক ছবি উঠে এল জলঙ্গীতে। এক মহিলা এক শিশু ও এক কিশোরকে মারধর করে ক্ষিপ্ত জনতা । ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল জলঙ্গীর ঝাউদিয়া এলাকায়।
স্থানীয় এক বধূর অভিযোগ, দিনে দুপুরে তিন জন তাঁর বাড়িতে ঢুকে নগদ টাকা, সোনা, চাঁদির গয়না চুরি করেছে ওই তিনজন । তাঁর চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। এরপরেই দড়ি দিয়ে বেঁধে মারধর শুরু হয়।
ঘটনাস্থলে আসে জলঙ্গী থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তিন জনকে। ঘটনার তদন্তে পুলিশ।