তৃণমূল কংগ্রেসে যোদ দিলেন বহরমপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী কার্তিক হাটুই। শুক্রবার দুপুরের পর থেকে কার্তিক হাটুই এর মোবাইলের সুইচড অফ ছিল। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রার্থীকে অপরহণ করা হয়েছে। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এদিন দুপুরেই বহরমপুর পৌরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নাড়ু গোপাল মুখোপাধ্যায়ের সাথে দেখা যায় কার্তিক হাটুইকে। বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নাড়ু গোপাল মুখার্জী ও ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জয়ন্ত প্রামাণিকের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে কংগ্রেস প্রার্থীর জানান, তিনি কংগ্রেসের প্রার্থী পদের মনোনয়ন প্রত্যাহার করলেন এবং স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করেছেন। এদিন মনোনয়ন প্রত্যাহার করেন কার্তিক হাটুই।
যদিও জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাসের দাবি, অপরহণই করা হয়েছে প্রার্থীকে।