অনলাইন ক্লাস করতে স্মার্ট ফোন দিয়ে সাহায্য পড়ুয়াকে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ করোনা আবহে স্কুল বন্ধ, পড়াশোনা সচল রাখতে হচ্ছে অনলাইন ক্লাস। কিন্তু অনলাইন পড়াশোনায় সবচেয়ে প্রয়োজনীয় স্মার্টফোন। অভাবের সংসারে স্মার্টফোন কেনা এক বিলাসিতা। কিন্তু এভাবে ক দিন চলবে? অভাবের মধ্যেও তাই বাধ্য হয়েই অনলাইনে ক্লাসের জন্য একটু স্মার্ট ফোন কেনার তাগিদে ফল বিক্রেতা বাবার সাথে বাজারে বসেই ফল বিক্রির পরিকল্পনা নেয় বহরমপুরের সুভাষ কলোনির বাগানপাড়ার ছোট্ট পিনটু। যে ঘটনা নাড়িয়ে দেয় অনেকের মনকেই। বহরমপুরে সেবামিলনী হাই স্কুলের অষ্টম শ্রেণীর এই পড়ুয়ার হাতেই অবশেষে এলো অ্যান্দ্রেয়ড ফোন। বহরমপুর টাউন তৃনমূল কংগ্রেসের উদ্যোগে পিনটু দাসের হাতে অ্যান্ডরয়েড মোবাইল তুলে দিলেন বহরমপুর টাউন তৃনমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়। মঙ্গলবার বহরমপুর পৌরসভায় পড়ুয়ার হাতে শুধু অ্যান্ডরয়েড মোবাইল নয় নগদ ২৫ হাজার টাকার চেকও তুলে দেওয়া হয়। আগামী দিনে পড়াশোনার জন্য সহায়তার আশ্বাসও দেওয়া হল।

ফল বিক্রি করেই ছেলের পড়াশোনার খরচ জোগান। অ্যান্ডরয়েড মোবাইল কিনে দিতে না পাড়ার শোক যেমন রয়েছে তেমনই এই সহায়তাটুকু পেয়ে একটু স্বস্তিতে।