Yusuf Pathan অমিত শাহকে চিঠি পাঠালেন ইউসুফ পাঠান! কারণ কী?

Published By: Imagine Desk | Published On:

Yusuf Pathan ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। পশ্চিমবঙ্গের শ্রমিকদের সুরক্ষার জন্য চার দফা দাবি জানিয়ে চিঠি লিখলেন। ২৭ এপ্রিল, ২০২৫ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানের চিঠিতে পশ্চিমবঙ্গের শ্রমিকদের, বিশেষ করে মুর্শিদাবাদেবহরমপুর থেকে আগত শ্রমিকদের ওপর “নৃশংস আক্রমণ, ভয় দেখানো, লুটপাট এবং কাজের জায়গা ছেড়ে দিতে বাধ্য করার” মতো ঘটনা বিশদভাবে উল্লেখ করা হয়েছে।

Yusuf Pathan সাংসদ ইউসুফ পাঠান চিঠিতে লেখেন, “আমি গভীর উদ্বেগের সঙ্গে আপনাকে চিঠিটি লিখছি। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর হিংসার ঘটনার উদ্বেগজনক বৃদ্ধি হয়েছে, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা বহরমপুর, মুর্শিদাবাদ ও আশেপাশের জেলার শ্রমিক যারা সম্প্রতি ওড়িশা থেকে ফিরে এসেছেন, তাদের ওপর যেভাবে হামলা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগের।”

Yusuf Pathan ইউসুফ পাঠান চিঠিতে লেখেন, “আমি স্বরাষ্ট্র মন্ত্রককে অনুরোধ করছি:
১) ওড়িশা রাজ্য প্রশাসনকে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে হবে।
২) প্রভাবিত জেলাগুলিতে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৩) এই হিংসার মূল কারণ ও ব্যাপকতা তদন্তের জন্য একটি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল গঠন করতে হবে।
৪) পশ্চিমবঙ্গে ফিরে আসা শ্রমিকদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসন সহায়তা প্রদান করতে হবে।

Yusuf Pathan চিঠিতে তিনি জোর দিয়ে বলেন, এই পরিস্থিতি শুধুমাত্র আইনশৃঙ্খলার বিষয় নয়, বরং “এটি মানবিক মর্যাদা এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রের যেকোনও প্রান্তে কাজ করার ও বসবাস করার সাংবিধানিক অধিকারের প্রশ্ন।”