WBADMIP আদমি প্রকল্পে কৃষকদের জন্য নতুন সুযোগ কী কী ?

Published By: Imagine Desk | Published On:

WBADMIP আদমি প্রকল্পে পরিবেশ বাঁচিয়ে  বিকল্প চাষে নজির গড়ছে মুর্শিদাবাদ জেলার   জল ব্যবহারকারী সমিতিগুলি।  এবার সেই কৃষকদের জন্য একগুচ্ছ সরকারী প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা হল এক ছাতার তলায়।  জল ব্যবহারকারী সমিতির কৃষকদের রাজ্য সরকারের কৃষি, সেচ,  মৎসচাষ সহ একাধিক দপ্তরের প্রকল্পগুলির সঙ্গে জুড়তে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে অনুষ্ঠিত হল কনভারজেন্স সচেতনতা শিবির। পশ্চিমবঙ্গ সরকারের জনসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের  অধীনে আদমি West Bengal Accelerated Development of Minor Irrigation Project প্রকল্পের জেলা প্রকল্প সঞ্চালন শাখা এই কনভারজেন্স শিবিরের আয়োজন করেছিল। এদিন এই শিবিরে  ৭টি জল ব্যবহারকারী সমিতির ৩৫ জন কৃষক অংশগ্রহণ করেন ।

অনুষ্ঠানে আদমি  এবং মৎস্য, কৃষি ও উদ্যান পালন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

 

WBADMIP এই অনুষ্ঠানে আদমি  এবং মৎস্য, কৃষি  দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ ওজিফা বেগম।   আধিকারিকরা  কৃষি ও জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রকল্প ও সুবিধা সম্পর্কে কৃষকদের অবহিত করেন । কৃষকদের সরকারি সংস্থানগুলির সদ্ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়। আদমি প্রকল্পের সঙ্গে যুক্ত সরকারি আধিকারিকরা জানান, মুর্শিদাবাদ জেলায় কোথাও সুগন্ধী ধান ফলিয়ে, কোথাও পুকুরের জল দিয়ে মাছ চাষ, ফলের বাগান গড়ে নজির তৈরী করছেন কৃষকরা। নতুন করে আরও বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত হলে তাঁরা আরও লাভবান হবেন।

WBADMIP আরও পড়ুনঃ আদিবাসী গ্রামের মেঠো পথে জল বাঁচানোর অঙ্গীকার

WBADMIP মুর্শিদাবাদের কৃষি বিভাগের আধিকারিক বীরেশ চন্দ্র বিশ্বাস  জানান, “ কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর, মৎস দপ্তরের প্রতিনিধিরা আজ এসেছিলাম। কৃষকদের সরকারি সুবিধা, প্রকল্প সম্পর্কে সচেতন করা হল”।

আলোচনায় অংশ নেন জল ব্যবহারকারী সমিতির সদস্যরা

WBADMIP মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ ওজিফা বেগম বলেন, “ জল ব্যবহারকারী সমতির সদস্য এবং সরকারি আধিকারিকরা এদিন খোলামেলা আলোচনা করেছেন। একে অপরের সমন্বয়ের মধ্যে দিয়েই গ্রাম বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কৃষিকাজকে উন্নত জায়গায় নিয়ে যেতে হবে। প্রাণীসম্পদ, মৎস চাষকে কৃষির সঙ্গে জুড়তে হবে। এই উদ্দেশ্য নিয়েই এদিনের সচেতনতা শিবির”।