WB Madrasa Result 2025 ফাজিল পরীক্ষায় রাজ্যে তৃতীয় Murshidabad এর আব্দুল হালিম

Published By: Imagine Desk | Published On:

WB Madrasa Result 2025 শনিবার প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। পরীক্ষার ৪০ দিনের মাথায় ফল প্রকাশ হল। হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, তিন বিভাগ মিলিয়ে প্রথম দশে রয়েছে মোট ৩৭ পড়ুয়া। হাই মাদ্রাসার ফাজিলে রাজ্যে স্থান পেল মুর্শিদাবাদ। ফাজিল পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান অধিকার করল মুর্শিদাবাদের ইসলামপুর থানার অন্তর্গত ধনাইপুর বাথান এলাকার বাসিন্দা আব্দুল হালিম। ৬০০ র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৫৫৮। আব্দুল হালিম ২০২৩ সালে আলিম পাস করে পমাইপুর ইসলামিক সিনিয়র মাদ্রাসা থেকে। এরপর  ভর্তি হয় ছয়ঘরী কে. আই. সিনিয়র মাদ্রাসায়।

WB Madrasa Result 2025  কৃষক পরিবারের ছেলে আব্দুল হালিম। তিন ভাইবোনের মধ্যে আব্দুল হালিম সবচেয়ে ছোট। বৃদ্ধ বাবা এখন তেমন কাজ করতে পারেন না, ভাগে কিছু জমি দিয়ে চাষ করে কোনো রকমে সংসার চলে। ছেলের কৃতিত্বে খুশি তাঁর বাবা, মা ও পরিবারের সদস্যরা। কৃতি ছাত্রের বাবা আব্দুল মাজিত জানান, কষ্ট করে ছেলে পড়াশোনা করেছে। শিক্ষকরা সহযোগিতা করেছেন। পরিশ্রমের ফল পেয়েছে।

WB Madrasa Result 2025   বড় হয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন আব্দুল হালিমের। সে জানায়, টেস্টের পর দিনে সাত থেকে আট ঘণ্টা পড়াশোনা করে এই ফল পেয়েছে।  শিক্ষকদের সহযোগিতাও ছিল। এই সাফল্যে খুশি স্থানীয় বাসিন্দা থেকে শিক্ষকরাও।  ফল প্রকাশের পরেই প্রত্যেকেই বাড়িতে আসেন শুভেচ্ছে জানাতে। ছয়ঘরি কে. আই. সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক গোলাম রসুল বলেন, ‘আমরা আব্দুল হালিমকে নিয়ে খুব আশাবাদী ছিলাম। ওর পড়াশোনার প্রতি নিষ্ঠা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং আদব-আচরণ আমাদের মুগ্ধ করেছে। আজকের এই রেজাল্টে শুধু মাদ্রাসা নয়, গোটা জেলার সম্মান বৃদ্ধি পেয়েছে।’ হেরামপুর অঞ্চল প্রধান আফতাবুদ্দিন সরকার বলেন,- ‘ আব্দুল হালিম আমাদের অঞ্চলের রত্ন এবং গর্ব, তার সাফল্যে আমরা গর্বিত। তাঁর পড়াশোনার উন্নয়নে আমরা পাশে থাকার চেষ্টা করবো।’

WB Madrasa Result 2025    আব্দুল হালিমের এই সাফল্য প্রমাণ করে, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অধ্যবসায়, নিষ্ঠা ও পরিবার ও শিক্ষকদের সহযোগিতায় অসম্ভবকে সম্ভব করা যায়। অদম্য ইচ্ছেকে সঙ্গী করেই প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নকে বাস্তব রূপ দিতে চায় কৃতি ছাত্র।