WB Madhyamik Result 2025 শুক্রবার মাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?

Published By: Imagine Desk | Published On:

WB Madhyamik Result 2025 ১০ ই ফেব্রুয়ারি ২০২৫,  শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হয় গত ২২ শে ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মাথায় হতে চলেছে ফল প্রকাশ। আগামীকাল অর্থাৎ ২ রা মে ২০২৫, মাধ্যমিকের ফলাফল ঘোষণা হবে।  পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ West Bengal Board of Secondary Education ২০২৫ সালে মাধ্যমিক দশম শ্রেণীর ফলাফল প্রকাশ করবে শুক্রবার সকাল ৯ টায়। সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণার পর পর্ষদের ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট। শিক্ষার্থীরা উল্লিখিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সকাল ৯.৪৫ থেকে দেখতে পাবে ফলাফল।

WB Madhyamik Result 2025 ফলাফল দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের তালিকা এখানে দেওয়া হল-

wbbse.wb.gov.in

অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও, দশম শ্রেণীর মাধ্যমিকের ফলাফল মোবাইল অ্যাপেও দেখা যাবে- iresults.net/wbbse-app/

WB Madhyamik Result 2025 স্কুলগুলি আগামীকাল সকাল ১০ টা থেকে বোর্ডের নিজ নিজ ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট পাবে।দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল পরীক্ষা করার জন্য, প্রার্থীরা নীচের ধাপগুলি অনুসরণ করতে পারেন- ১. WBBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in খুলুন- ২. হোম পেজ থেকে মাধ্যমিক ফলাফল ২০২৫ লিঙ্কে ক্লিক করুন। ৩. একটি নতুন পেজ খুলবে যেখানে প্রার্থীদের লগইন বিশদে লিখতে হবে। ৪. সাবমিট এ ক্লিক করে ফলাফল দেখুন। ৫. প্রয়োজনে এর একটি হার্ড কপি রাখুন।

WB Madhyamik Result 2025 রাজ্যে ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন পরীক্ষার্থী ফলাফলের অপেক্ষায় আছে। মুর্শিদাবাদ জেলায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯৪ হাজার ৪৪৮। ছাত্র সংখ্যা- ৪১ হাজার ৬৯৫। ছাত্রীদের সংখ্যা- ৫২ হাজার ৭৫৩ ।