Waqf Bill issue, Berhampore অল বেঙ্গল ইমাম- মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে সোমবার বহরমপুরে হল ডেপুটেশন ও সমাবেশ কর্মসূচী। সোমবার বহরমপুরে টেক্সটাইল মোড়ে হয় সমাবেশ। এদিনের কর্মসূচীর মূল বিষয়ে থাকে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার এবং ওবিসি ইস্যু। সংগঠনের দাবী- কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার ও ওবিসি সমস্যার সমাধান করতেই এই ডেপুটেশন ও সমাবেশের আয়োজন।
Waqf Bill issue, Berhampore সমাবেশ প্রসঙ্গে কী বললেন সংগঠনের রাজ্য সম্পাদক?
Waqf Bill issue, Berhampore সংগঠন রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস বলেন, ” The Waqf (Amendment) Bill, 2024 ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার রাজপথ বহরমপুর টেক্সটাইল মোড়েও প্রতিবাদ সভা। জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতি এবং জেপিসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পাঠিয়েছি। আমাদের দাবী ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। আজকে ইমাম মুয়াজ্জিন, সাধারণ মানুষ, পুরোহিত সংগঠন, সমাজ কর্মী, বুদ্ধিজীবী সকলেই আছেন। মুর্শিদাবাদ ছাড়াও নদীয়া, কলকাতা, বিভিন্ন জায়গা থেকে কর্মীরা এসেছেন।” তিনি আরও বলেন, ” সুপ্রিম কোর্টে ওবিসি মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার। রাজ্য সরকারকে আরও তৎপর হওয়ার অনুরোধ করব।”