Travel guide শীতে বেড়াতে যাবেন ভাবছেন! সামনেই বড় দিন, হাতে দিন কয়েকের ছুটি! ভাবছেন কোথায় বেড়াতে গেলে মন ভরে যাবে? কিন্তু যাবেন কোথায়? বছর শেষে অল্প সময়ে ছুটি কাটানোর কয়েকটি জায়গার লিস্ট থাকল আপনাদের জন্য। মেঘ-পাহাড়ে হারিয়ে যাওয়ার প্রচুর জায়গার ভিড়ে বাছাই করা তিনটি ডেসটিনেশন হতে পারে আপনার সেরা খোঁজ।
Travel guide কোলাহল ছাড়িয়ে মেঘমুলুকে পাইনের বনে পাড়ি দিতে চাইলে সোজা চলে যেতে পারেন কালিম্পং। নির্জন, নিরালায়, প্রকৃতির কোলে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন কালিম্পঙের পাহাড়ি এই গ্রাম ‘ পেডং’ এ। পেডং এর অন্যতম আকর্ষণ হল পাইনের জঙ্গল। তাছারাও পেডং থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। কালিম্পং থেকে মাত্র ২০ কিমি দূরত্বে পেডংয়ের খুব কাছেই রয়েছে মিলন টপ ভিউ পয়েন্ট। এই মিলন টপ ভিউ পয়েন্ট থেকে দেখা যায় শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা।

Travel guide পাহাড় ,নদী, ঝর্না, জঙ্গল, চা বাগানের মাঝে থাকতে চাইলে উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার ডুয়ার্স হতে পারে পারফেক্ট ডেসটিনেশন। গরুমারা থেকে জলদাপাড়া, নেওরাভ্যালি ঘুরে সময় কাটান সবুজের মাঝে। করুন জঙ্গল সাফারি, এলিফ্যান্ট সাফারি। পরিযায়ী পাখিদের কিচিরমিচির শুনে ঘুম ভাঙুক শীতের সকালে। রেলপথে (NJP) স্টেশন কিংবা শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে সহজেই পৌঁছে যেতে পারেন ডুয়ার্স।

Travel guide উত্তরবঙ্গ না গিয়ে ঘুরে আসতে পারেন বাঁকুড়ার ছোট শহর মুকুটমনিপুরে। যার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হতে বাধ্য। সাইট সিং এ ঘুরতে পারেন মুকুটমণিপুর ড্যাম, অম্বিকা মন্দির, মুসাফিরানা ভিউ পয়েন্ট, পরেশনাথ শিব মন্দির, ডিয়ার পার্ক। বাঁকুড়া স্টেশনে এসে গাড়ি বা বাসে করেই পৌঁছে যাবেন মুকুটমণিপুর। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস ধরেও সরাসরি কলকাতা থেকে মুকুটমণিপুর যাওয়া যায়।
