Train Cancelled গড়াবে না ট্রেনের চাকা! চলবে না ট্রেন! শনিবার অর্থাৎ ২৫ শে জানুয়ারি বন্ধ থাকছে ট্রেন চলাচল। বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে জারি হয়েছে বিজ্ঞপ্তি। কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে?
Train Cancelled শনিবার লালগোলা-শিয়ালদহ শাখায় বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। পাওয়ার ব্লক থাকার জন্য আপ ও ডাউন ট্রেন মিলিয়ে বেশ কিছু ট্রেন বাতিল করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়েছে।
Train Cancelled কেন বন্ধ থাকবে ট্রেন চলাচল?
Train Cancelled রেল দপ্তর সূত্রে খবর, বেথুয়াডহরী ও দেবগ্রাম স্টেশনের মাঝে ট্রাফিক ও ব্লক থাকবে। এদিন সকাল ০৯.৪৫ থেকে বিকেল ৪.১৫ পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে।
Train Cancelled কোন কোন ট্রেন বাতিল ?
আপ ও ডাউন ট্রেন মিলিয়ে কৃষ্ণনগর- লালগোলা শাখা এবং শিয়ালদাহ- লালগোলা শাখায় ট্রেন বাতিল।
Train Cancelled পূর্ব নির্ধারিত ট্রেনে কী কী বদল? নতুন সময়ই বা কী?
Train Cancelled এর জেরে বেশ কিছু ট্রেনের সময় কয়েক ঘণ্টা বদল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রা পথ ছোট করা হয়েছে। রানাঘাট বা কলকাতা থেকে আসা ট্রেন মুড়াগাছা পর্যন্ত আসবে। আবার রানাঘাট ও কলকাতা গামী ট্রেন ওই স্টেশন থেকেই ছাড়বে। লালগোলা রানাঘাট লোকাল দুপুর ২টোর পরিবর্তে ৪৫ মিনিট দেড়িতে ২.৪৫এ লালগোলা স্টেশন থেকে ছাড়বে এবং পলাশী পর্যন্ত যাবে। তবে সেই যাত্রাপথে দেরীও হতে পারে বলে রেলদপ্তর সূত্রে খবর।
Train Cancelled গত ১২ ই জানুয়ারীও পাওয়ার ব্লকের কারণে লালগোলা- শিয়ালদহ শাখায় বাতিল ছিল একাধিক ট্রেন। সেবারও একাধিক ট্রেনের যাত্রাপত্র সংক্ষিপ্ত করা হয়েছিল। সপ্তাহ শেষে ট্রেন চলাচল ব্যহত হওয়ায় সমস্যার কথাই বলছেন নিত্য যাত্রীরা।