Tomato Price আলু, পেঁয়াজ, আদার মতোই হেঁশেলে এক নিত্যপ্রয়োজনীয় উপাদান টমেটো। এই টমেটোই এখন চাষিদের মাথা ব্যাথার কারণ। মাস খানেক আগেও আকাশছোঁয়া দামে বিক্রি হওয়া টমেটো এখন নষ্ট হচ্ছে জমিতেই। মুর্শিদাবাদের সুতিতে টমেটোর দাম এতটাই কমে গিয়েছে যে চাষিরা জমি থেকে তুলতেও আগ্রহ হারিয়েছেন। পাইকারি বাজারে ১ কেজি টম্যাটো বিকোচ্ছে ২ থেকে ৩ টাকা কেজি দরে। তাও কেনার লোক নেই।
Tomato Price ধার দেনা করে অন্যের জমি ভাড়া নিয়ে ৫ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন সুতির মধুপুরের বাসিন্দা বিকাশ রায়। ১ বিঘা জমিতে তাঁর চাষের খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। শ্রমিক খরচ হয়েছে ৩০০ টাকা। এক ক্যারেটে থাকে ৩০ কেজি টমেটো। সেই ১ ক্যারেট টমেটো হাট বাজারে দিচ্ছেন মাত্র ৩০ টাকায়। অর্থাৎ দাম মাত্র ১ টাকা কেজি!। দুরাবস্থায় চাষিরা। কেউ ৫ বিঘা জমিতে, কেউ ৩ বিঘা জমিতে চাষ করেছেন। অথচ দাম তলানিতে। চোখেমুখে একরাশ হতাশা মোস্তফা সেখ, পার্থ দাসদের। চাষিরা বলছেন, জমি থেকে বাজার যাওয়ার গাড়ি ভাড়াটুকুও উঠছে না।
Tomato Price বাজারে কত দাম টমেটোর?
Tomato Price সুতির বিভিন্ন পাইকারি বাজারে ১ কেজি টমেটো বিক্রি হচ্ছে ৩ টাকায়। খুচরো বাজারে দর ৫ থেকে ৭ টাকায়।
Tomato Price কেন বাজারে দাম এত কম?
Tomato Price এবছর সুতিতে টমেটো চাষ হয়েছে অত্যাধিক। বাজারে ব্যাপক আমদানি ও চাহিদার ঘাটতিও টমেটোর দর পতনের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। রাজ্যের পাশাপাশি ব্যাঙ্গালোর থেকেও টমেটো আমদানি হয়। কিন্তু এবছর সেখানেও ব্যাপক ফলন হওয়ায় দাম তলানিতে ঠেকেছে বলেই জানা যাচ্ছে। ব্যাঙ্গালোরেও রাস্তার ধারে গাড়ি করে মাত্র ১ টাকায় টমেটো বিক্রি করা হচ্ছে, তবুও ক্রেতার অভাব। এর প্রভাব পড়েছে বাংলার বাজারেও।
Tomato Price ঘুরে দাঁড়ানোর বিকল্প উপায় কী?
Tomato Price গত বছর টমেটো চাষ করে লাভের মুখ দেখেছিলেন সুতির মধুপুরের সব্জি চাষিরা। সেই আশা থেকেই এবছরও টমেটো চাষ করেছিলেন অনেকেই। ফলন হয়েছে অত্যাধিক। ফলে টমেটোর দাম তলানিতে ঠেকেছে। জমিতে থাকা টমেটোর বিকল্প কোন ব্যবস্থা করতে পারবেন চাষিরা? কোন উপায়ে আবার ঘুরে দাঁড়াবেন? কে নেবে এত টমেটো? টমেটো থেকে তৈরি হয় সস, কেচাপ। সেক্ষেত্রে কোন কোম্পানি কি এই সময়ে চাষিদের থেকে সরাসরি টমেটো কিনতে আগ্রহী হবে? সেটাই এখন দেখার।