Tips to increase ceiling fan speed সিলিং ফ্যানের স্পিড বাড়বে কীভাবে? জেনে নিন পদ্ধতি

Published By: Imagine Desk | Published On:

Tips to increase ceiling fan speed  ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে মধ্যবিত্তের নির্ভরযোগ্য সামগ্রী হল ফ্যান। তবে সিলিং ফ্যান নিয়ে নানা সময়ে দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে ফ্যানের স্পিড কমে যাওয়ার দরুণ গরমের দিনে বাড়ে দুর্ভোগ। তবে কিছু পদ্ধতি মেনে চললে হবে সমাধান। ফ্যান ঘুরবে ঝড়ের গতিতে।

Tips to increase ceiling fan speed কী করলে ফ্যান ঘুরবে ঝড়ের গতিতে?

Tips to increase ceiling fan speed ফ্যানের স্পিড কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হল ক্যাপাসিটরটি Capacitor পুরনো বা দুর্বল হয়ে যাওয়া। তাই গরমকাল আসার আগেই এটি পরীক্ষা করে নিন। প্রয়োজনে ক্যাপাসিটরটি বদলে নিন। তাহলেই নতুন ফ্যানের মতো ঘুরবে ফ্যান।

Tips to increase ceiling fan speed এছাড়াও ফ্যান দীর্ঘ দিন ধরে ঘুরতে ঘুরতে অনেক সময়  নাট-বোল্ট ঢিলা হয়ে যায়। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তাই সময় মতো ফ্যানটি সার্ভিস করিয়ে নিলে এই সমস্যায় পড়তে হবে না।

Tips to increase ceiling fan speed  এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল ফ্যানে ময়লা জমা। ময়লা জমলেও তার গতি কমে যায়। সিলিং ফ্যান কিংবা অন্য ফ্যান, নির্দিষ্ট সময় অন্তর সেটা পরিস্কার করতেই হবে। ফ্যানে অন্য কোনও যান্ত্রিক ত্রুটি না থাকলে ফ্যানের স্পিড নিয়ে অন্তত চিন্তা থাকবে না।