Suti News মনের আনন্দে বেড়িয়েছিল বাড়ি থেকে। কেই বা জানত ঘটে যাবে এই ঘটনা! পাড়ার দিদিদের সাথে নদীতে স্নান করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না ষষ্ঠ শ্রেনীর ছাত্রীর। প্রায় তিন ঘণ্টা পর উদ্ধার হল ছাত্রীর দেহ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সুতিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে সুতি থানার অন্তর্গত আলমপুর ঘাটে ভাগীরথীতে স্নান করতে গিয়েছিল বাঙ্গাবাড়ি ঘোষপাড়ার বাসিন্দা ঐ স্কুল ছাত্রী।
Suti News স্থানীয়দের অনুমান, স্নান করার সময় অসাবধনতাশত ভাগীরথীতে তলিয়ে যায় নাবালিকা। দুর্ঘটনার খবর পেয়েই নদীর ধারে ছুটে আসেন স্থানীয়রা। জলে নেমে শুরু হয় খোঁজাখুঁজি। পরে ডুবুরি এসে প্রায় ঘণ্টা তিনেক পর জল থেকে উদ্ধার করে ছাত্রীর নিথর দেহ। স্থানীয় এক বাসিন্দা সঞ্জু দাস জানান, কয়েকজন মিলে ভাগীরথীতে স্নান করতে এসেছিল। দুজন তলিয়ে যাচ্ছিল একজনকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও আরেকজন তলিয়ে যায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।