Suti News রহস্যে মোড়া পরিত্যক্ত বাড়ি! চাঞ্চল্য ছড়াল সুতিতে

Published By: Imagine Desk | Published On:

Suti News সুতির অজগর পাড়া পেট্রোল পাম্প সংলগ্ন কে বি রোডের পাশে একটি পরিত্যক্ত বাড়ি ঘিরে রহস্য। কারণ এই বাড়িতেই পুলিশি অভিযানে সামনে এসেছে চাঞ্চল্যকর ঘটনা। উদ্ধার হয়েছে ২০ টি তাজা বোমা। উদ্ধার করেছে সুতি থানার অন্তর্গত আহিরণ ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার দুপুরে বোমাগুলি উদ্ধার করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আহিরণ ফাঁড়ির পুলিশ।

Suti News গোপন সূত্রে খবর পেয়ে পরিত্যক্ত বাড়ির ভিতরে অভিযান চালায় পুলিশ। ঝোপঝাড় ঘেরা জায়গায় জঙ্গল কেটে, বোমা ভর্তি দুটি প্লাস্টিকের জার উদ্ধার করে পুলিশ। সেই জারগুলি থেকে বোমা উদ্ধার হয়। কে বা কারা বোমা ভর্তি প্লাস্টিক জারগুলি ওই পরিত্যক্ত জায়গায় রাখল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। বড়সড় কোনও নাশকতার ছক ছিল? নাকি কোথাও চোরা চালানের জন্য বোমাগুলি রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল স্কোয়াড আসে। বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়।