Suti News দুর্নীতি মামলায় পুলিশের জালে প্রাক্তন দুই প্রধান! যে ঘটনাকে ঘিরে তোলপাড় মুর্শিদাবাদ। সুতি ১ নম্বর ব্লকের বহুতালী গ্রাম পঞ্চায়েতে প্রায় দেড় কোটির বেশি টাকা দুর্নীতি মামলায় পঞ্চায়েত সেক্রেটারির পর এবার গ্রেফতার হলেন প্রাক্তন দুই তৃণমূল প্রধান।
Suti News কী অভিযোগ?
Suti News স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুতির বহুতালি গ্রাম পঞ্চায়েতে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের বিপুল টাকা গরমিলের অভিযোগ ওঠে। এই নিয়েই জেলা প্রসাসন থেকে সুতির ১ নম্বর ব্লকের বিডিওকে তদন্তের ভার দেওয়া হয়। ২০২৩ এর ২২শে ডিসেম্বর, বিডিও সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । এই অভিযোগের ভিত্তিতে প্রায় এক বছর পর অর্থাৎ ২০২৪ এর ১৪ই ডিসেম্বর সুতি থানার পুলিশ গ্রেফতার করে বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষকে। পুলিশ অশোক কুমার ঘোষকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে।
Suti News দুর্নীতি মামলায় ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত বহুতালী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন দুই প্রধান আব্দুল শেখ ও সুমনী মণ্ডলের সরাসরি যোগ রয়েছে বলেই তদন্তে উঠে আসে। এই দুর্নীতির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে রবিবার রাতে দুজনকে গ্রেফতার করে সুতি থানার পুলিশ। উল্লেখ্য, আব্দুল সেখের স্ত্রী ওহিদা বিবি বর্তমানে তৃণমূল পরিচালিত বহুতালি গ্রাম পঞ্চায়েতের প্রধান। সোমবার ধৃত দুই প্রাক্তন প্রধানকে ৭ দিনের পুলিশ হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠায় সুতি থানার পুলিশ। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।