Suti Incident দিনের পর দিন লটারি কেটে সর্বশান্ত হচ্ছেন! লটারি কেটেও মিলছে না প্রাইজ! কেন প্রাইজ মিলছে না তা নিয়েই বারছিল কৌতূহল! উঠছিল প্রশ্ন। এর মধ্যেই হল পর্দাফাঁস। মুর্শিদাবাদের সুতিতে জাল লটারি Fake Lottery চক্রের পর্দাফাঁস! জাল লটারি চক্র ধরতে সুতিতে বিভিন্ন জায়গায় অভিযান চলে পুলিশের। মঙ্গলবার চারজনকে জাল লটারি বিক্রির অভিযোগে গ্রেপ্তারও করে পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল লটারি।
Suti Incident কী দাবী পুলিশের?
পুলিশের দাবি, বেশ কিছু দিন ধরেই নাকি সুতি সহ আশেপাশের বিভিন্ন জায়গায় জাল লটারি বিক্রির অভিযোগ আসছিল। এদিন সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চলে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে জাল লটারি উদ্ধার করা হয়। জাল লটারি বিক্রির অভিযোগে গ্রেপ্তারও করা হয় চার জনকে।
Suti Incident ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও তদন্তের মাঝেই সামনে আসে উদ্বেগের ছবি।
Suti Incident কীভাবে জাল বিস্তার জাল লটারির? কী অভিযোগ সামনে আসে?
জায়গায় জায়গায় টেবিল পেতে জাল লটারি বিক্রি হচ্ছে , চলছে অসাধু কারবার। সেই টেবিল থেকেই মানুষ না জেনেই ভাগ্য বদলাতে হাতে তুলে নিচ্ছিলেন লটারির টিকিট। কেউ ১০০ টাকার কেউ আবার ৫০০ টাকার লটারি কাটছিলেন প্রতিদিন। দীর্ঘদিন ধরেও লটারি কাটলেও কারও ভাগ্যেই জুটছিল না পুরস্কার ? তা নিয়ে দানা বাঁধছিল রহস্যের। তবে এর মধ্যেই পুলিশের অভিযানে জাল লটারি চক্রের পর্দাফাঁস হওয়ায় অনেকেই ভাবছেন এতদিন তারা টাকা দিয়ে লটারি কেটে ঠকছিলেন। এই জাল লটারি চক্রের সাথে আর কেউ যুক্ত কিনা তা যেমন খতিয়ে দেখছে পুলিশ। একই সাথে কোথায় কীভাবে এই জাল লটারি তৈরি হচ্ছে তারও তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।