Sujnipara Station ফাঁকা ট্রেনের মধ্যে একি! চাঞ্চল্য ছড়াল সুতিতে

Published By: Imagine Desk | Published On:

Sujnipara Station ফাঁকা ট্রেনের কামরায় অচৈতন্য অবস্থায় এক বৃদ্ধ। মুর্শিদাবাদের সুতির সুজনিপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের খালি কামড়া থেকে উদ্ধার করা হল অসুস্থ বৃদ্ধকে। তারপর ঘটে গেল মর্মান্তিক পরিণতি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা শুরু হলে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় শনিবার সাত সকালে চাঞ্চল্য ছড়াল সুজনিপাড়া রেলওয়ে স্টেশনে।

Sujnipara Station জানা গিয়েছে, এদিন সকালে মালদা থেকে এসে সুজনিপাড়া স্টেশনে দাঁড়িয়েছিল একটি ট্রেন। সেই ট্রেনেই রেল কর্মী ও আরপিএফ তল্লাশি চালানোর সময় অচৈতন্য অবস্থায় এক বৃদ্ধকে দেখতে পান।  তড়িঘড়ি উদ্ধার করে মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানেই  প্রাণ হারায় বৃদ্ধ। যদিও বৃদ্ধের পরিচয় এখনও জানা যায় নি। কোথা থেকে ট্রেনে উঠেছিলেন তিনি, বাড়ি কোথায়? শারীরিক কোন অসুস্থতা বা মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন কিনা? সবটাই জানার চেষ্টায় রেল পুলিশ।  দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠান হয়।