SSC Verdict Murshidabad ৩ রা এপ্রিল ২০২৫, পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে এক বিস্ময়কর দিন। একই সাথে উদ্বেগজনকও। ২০১৬ সালের এসএসসিতে নিয়োগ মামলায় আজ সকালেই রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। ফলে পুরো প্যানেল বাতিল করে দেওয়ায় চাকরি হারালেন ২৬ হাজার জন। এই অবস্থায় চকারিহারারা যেমন কান্নায় ভেঙে পড়েছেন, তেমনি রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের স্কুলগুলিতে পঠনপাঠন নিয়েও উদ্বেগ বেড়েছে।
SSC Verdict Murshidabad চাকরি বাতিলে উদ্বেগের ছবি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাইস্কুলে। শীর্ষ আদালতের রায়ের ফলে এক ধাক্কায় এই স্কুলে ৩৬ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। অর্জুনপুর হাইস্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৬৭ জন। সুপ্রিম কোর্টের রায়ে গোটা প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারালেন ৩৬ জন। ফলে বর্তমানে এই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা একধাক্কায় কমে গেল অনেকটাই। একসঙ্গে এতজন শিক্ষক শিক্ষিকা চলে যাওয়ায় কীভাবে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা হবে? তা নিয়ে মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের। বর্তমানে এই স্কুলে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অব্ধি পড়ুয়া সংখ্যা ৮ হাজার ৩৪ জন। সামনে একাদশ, দ্বাদশ শ্রেণীর ভর্তি রয়েছে। সেক্ষেত্রে সবমিলিয়ে পড়ুয়া সংখ্যা হতে পারে প্রায় ৯ হাজার। ফারাক্কার অর্জনপুর হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি হাবিব পারভেজ জানান, ৩৬ জনের চাকরি বাতিল হয়েছে। বোঝা যাচ্ছে না কীভাবে স্কুলটা চলবে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা হবে। যেভাবেই হোক স্কুলের পঠনপাঠন সচল রাখার চেষ্টা হবে।
SSC Verdict Murshidabad একসঙ্গে এতজন শিক্ষক শিক্ষিকা চলে যাওয়ায় কীভাবে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা হবে? তা নিয়ে চিন্তা যেমন বাড়ছে, এরই মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের খাতা দেখাও রয়েছে। সব মিলিয়ে চরম সমস্যায় পড়েছে স্কুল।