SSC Recruitment Case ২০১৬ এসএসসি প্যানেলে যোগ্যদের চাকরি বাতিলের প্রতিবাদে পথে নামল এসইউসিআই এর ছাত্র সংগঠন এআইডিএসও AIDSO। দুর্সানীতির অভিযোগে অভিযুক্তদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি ওঠে। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গার সাথে প্রতিবাদে সামিল হলেন ছাত্র সংগঠনের সদস্যরা। এদিন দুপুরে বহরমপুরের কোর্ট মার্কেটের সামনে হাতে প্লাকার্ড নিয়ে বেশ কিছুক্ষন বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। বহরমপুরের পাশাপাশি জঙ্গিপুর শহরেও এই কর্মসূচী নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
SSC Recruitment Case এদিনের বিক্ষোভ নিয়ে এআইডিএসও মুর্শিদাবাদ জেলা সম্পাদক সাবির আলী বলেন, “শুধু শিক্ষক বাতিল নয়, আজকে শিক্ষার বুনিয়াদ ধ্বংস হয়ে যাচ্ছে। সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থায়। যোগ্যদের শিক্ষক হিসাবে নিয়োগ করা হোক। স্কুলে স্কুলে শূন্যপদে স্বচ্ছতার সাথে নিয়োগ হোক।”