SP in Samserganj সামসেরগঞ্জের বাসিন্দাদের অভয় দিতে এসপির নেতৃত্বে গ্রামে গ্রামে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর।
সম্প্রতি সামশেরগঞ্জে ঘটে যাওয়া অশান্তির আবহে বদল হয়েছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলার দুই পুলিশ সুপার। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারের দায়িত্বে অমিত কুমার সাউ। দায়িত্ব গ্রহনের পরেই ময়দানে নেমেছেন নতুন পুলিশ সুপার। এলাকায় এলাকায় মানুষকে স্বাভাবিক জীবনে ফেরার সাহস যোগাচ্ছেন এসপি নিজেই। বুধবার বিকেলে পুলিশের বিশাল বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে রুটমার্চে অংশ নিলেন এসপি। বর্তমানে কী পরিস্থিতি রয়েছে এলাকায়? তার খোঁজ খবরও নিলেন। এলাকার বাসিন্দাদের সাথে কথা বললেন জেলা পুলিশ সুপার।
SP in Samserganj এদিন রুটমার্চ চলে সাহাপাড়া, পালপাড়া, জাফরাবাদ, শুলিতলা, বেতবোনা, জৈন কলোনি, বাজার এলাকা সহ বিস্তীর্ণ এলাকায়। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, এদিন পায়ে হেঁটে এলাকায় ঘুরে এলাকার বাসিন্দাদের শান্তিতে থাকার বার্তা দেওয়া হল। পাশাপাশি ব্যবসায়ীদের দোকানপাট খোলার জন্য আবেদন করা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অনেকেই আস্তানা ফিরে পেয়েছেন, মানুষজন কাজে ফিরছেন। তবে মানুষের মধ্যে এখনও একটু ভয় আছে, কিছুদিনের মধ্যে সেই ভয় কেটে যাবে।