Sankopara Halt ডেডলাইন ছিল ১৩ ই ফেব্রুয়ারী অবধি। দাবী পূরণ না হওয়ায় অবশেষে হল রেল অবরোধ। ১৪ ই ফেব্রুয়ারী, সাত সকালে রেল অবরোধ মুর্শিদাবাদে। ট্রেন আটকে ফারাক্কার অর্জুনপুর সাঁকোপাড়া হল্টে রেল অবরোধ হল এক ঘণ্টা ধরে। এই অবরোধ কর্মসূচী ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের।
Sankopara Halt ফারাক্কার অর্জনপুরের সাঁকোপাড়া হল্ট। পূর্ব রেলওয়ে জোনের মালদা রেলওয়ে বিভাগের আজিমগঞ্জ- কাটোয়া লুপের একট ব্যস্ততম স্টেশন। নিত্যদিন অসংখ্য যাত্রীর ভরসা এই হল্ট। অথচ পরিষেবা নেই, দাঁড়ায় না গুরুত্বপূর্ণ ট্রেন! এই অভিযোগ সামনে এসেছে বার বার। গত ২৭ শে জানুয়ারি হাওড়া – কাটিহার এক্সপ্রেস ট্রেন না দাঁড়ালে রেল অবরোধের হুঁশিয়ারি দিয়েছিল ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
Sankopara Halt কেন এই অবরোধ? কী দাবী?
Sankopara Halt সাঁকোপাড়া হল্টকে পূর্ণাঙ্গ স্টেশন করা, হাওড়া কাটিহার এক্সপ্রেসের স্টপেজ পুনরায় চালু করা, পানীয় জল, টয়লেট ও আলোর ব্যবস্থা করা সহ ১০ দফা দাবীর ভিত্তিতে এদিন অবরোধ হয়।
Sankopara Halt যাত্রীদের অভিযোগ-
Sankopara Halt এই হল্টই ভরসা অর্জুনপুর, নয়নসুখ, ইমামনগর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। শ্রমিক অধ্যুষিত এলাকার বাসিন্দাদের কলকাতা যাওয়ার ক্ষেত্রে ট্রেন ধরতে হয় ফারাক্কা গিয়ে। সব নিয়েই রেলের বিরুদ্ধেই অভিযোগ বিস্তর।
Sankopara Halt দাবী পূরণের আশ্বাস-
Sankopara Halt এদিন প্যাসেঞ্জার ট্রেন ও মালগাড়ি আটকে বিক্ষোভ দেখান ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মালদা ডিভিশনের এডিআরএম শিবকুমার প্রসাদ। বিক্ষোভকারীদের সাথে কথা বলেন তিনি। সমস্যা সমাধানের আশ্বাসও দেন। বলেন, ‘ বর্তমান এই হল্টে চার জোড়া প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ আছে। বহু যাত্রী কলকাতা যান, কেউ মালদা যান। যাত্রীদের দাবী ন্যায়সঙ্গত। আমরাও চাই এক্সপ্রেস ট্রেনের স্টপেজ হোক। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। ডিআরএম কেও বিষয়টি জানানো হয়েছে। তিনিও আশ্বাস দিয়েছেন।’
Sankopara Halt ঘণ্টা খানেক পর ওঠে অবরোধ-
Sankopara Halt রেল আধিকারিকের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়। তবে এরপরেও দাবী পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এদিন রেল অবরোধের জেরে এই লাইনে ব্যহত হয় ট্রেন পরিষেবা। ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। যদিও অবরোধ উঠে গেলে স্বাভাবিক হয় পরিষেবা।