Samserganj News আতঙ্কের বেতবোনায় মহিলা নজরদার, ঘুরছে ‘উইনার্স টিম’

Published By: Imagine Desk | Published On:

Samserganj News  আতঙ্কের আরেক নাম ছিল বেতবোনা। ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্ত হয়ে ওঠা মুর্শিদাবাদেসামসেরগঞ্জের এই গ্রাম জুড়ে বিভীষিকাময় পরিস্থিতি ছিল সপ্তাহ খানেক আগেও। শুধু বেতবোনা নয় জাফরাবাদও সাক্ষ্মী নৃশংস ঘটনার। প্রাণে বাঁচতে ঘর ছেড়ে  মালদায় গিয়েছিল বহু পরিবার। প্রশাসনের আশ্বাস পেয়ে আবার ঘরে ফিরেছে অনেকেই। তবুও মনের কোণে জমে আছে ভয়, উৎকণ্ঠা, চাপা উত্তেজনা। গ্রামের মহিলাদের চোখে মুখে এখনও হতাশা স্পষ্ট। ঝড় ঝাপটা সামলে এখন ছন্দে ফিরছে গ্রাম। গ্রামের মহিলাদের নিরাপত্তায় জোর, গ্রামে গ্রামে এবার মহিলা পুলিশের ‘উইনার্স টিম‘।

Samserganj News  মঙ্গলবার সকালে সামসেরগঞ্জ থানার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকের সাথেই বেতবোনা, জাফরাবাদ গ্রামে অভয় বাণী শোনাল  ৯ জনের এই বিশেষ বাহিনী। পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের সাথে কথা বলা হয়। কোনরকম প্রয়োজনে পাশে থাকার ভরসা যোগায় উইনার্স টিম। এভাবেই গ্রামে গ্রামে ঘরে অভয় বাণী উইনার্স টিমের।

Samserganj News কোনরকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা সুনিশ্চিত করতে  স্পর্শকাতর বিভিন্ন এলাকাতেও  নজর থাকবে জঙ্গিপুর পুলিশ জেলার প্রমিলা বাহিনী অর্থাৎ, ‘উইনার্স টিম’ এর৷ মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করতে গ্রামে গ্রামে নজর বিশেষ বাহিনীর। মহিলারা কোনও সমস্যায় পড়লে যাতে, সহজে নিজেদের কথা তুলতে ধরতে পারেন, সেই কারণে দেওয়া হয় যোগাযোগ নম্বর।