Samserganj News মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই কোথায় সামসেরগঞ্জের জাফরাবাদের ঘটনায় মৃত হরগোবিন্দ দাসের স্ত্রী এবং আরেক নিহত চন্দন দাসের স্ত্রী ? ১২ এপ্রিল জাফরাবাদে নিজের বাড়িতে নিহত হন হরগোবিন্দ দাস ও চন্দন দাস। তাঁরা সম্পর্কে পিতা, পুত্র। নিহত হরগোবিন্দ দাসের পরিবারের এক সদস্য দাবি করেছেন, হরগোবিন্দ দাসের স্ত্রী ও চন্দন দাসের স্ত্রীকে অপরহরণ করে নিয়ে গিয়েছে স্থানীয় দুই বিজেপি নেতা। এই বিষয়ে সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগও করেছেন তিনি। রবিবার তাঁদের খোঁজে সল্টলেকের এক বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে বিজেপি।
এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী Suvendu Adhikari এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, এক নিহতের স্ত্রী পারুল দাস এবং আরেক নিহতের স্ত্রী পিংকী দাস রাজ্যপালের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ করেছেন। শুভেন্দুর অধিকারীর দাবি, কলকাতা হাই কোর্টের চিফ জাস্টিসের কাছেও আবেদন করেছেন তাঁরা।
Samserganj News বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকার দাবি করেছেন, সামসেরগঞ্জের জাফরাবাদের বাসিন্দা সমর্থ্য ঘোষ দাবি করেছেন তাঁর শ্বাশুড়ি ও বৌদিকে (পিঙ্কি ঘোষ) অপহরণ করা হয়েছে । তাঁদের খোঁজ এদিন সল্টলেকের একটি বাড়িতে যায় সামসেরগঞ্জ থানার পুলিশ। সঙ্গে ছিল কলকাতা পুলিশ। বিজেপি সূত্রে খবর, ওই বাড়ি থেকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিহতদের স্ত্রীদের।
Samserganj News ধূলিয়ান, সামসেরগঞ্জ, সুতির ঘটনার পর ৫ এবং ৬ মে মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee । সামসেরগঞ্জ, সুতি যাবেন মুখ্যমন্ত্রী। অশান্তিতে ক্ষতিগ্রস্থদের পরিবারের সাথেও কথা বলবেন মুখ্যমন্ত্রী। তার আগেই দুই নিহতের স্ত্রীদের “নিখোঁজ” হওয়ার ঘটনা সামনে এসেছে। এই অভিযোগ ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোরও। মঙ্গলবার সুতির ছাবঘাটি স্কুলের মাঠে সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে, রবিবার মাঠ পরিদর্শন করেন আধিকারিকরা।
Samserganj News উল্লেখ্য, আগেই রাজ্য সরকারের ঘোষিত ১০ লক্ষ করে ক্ষতিপূরণের চেক বারবার ফিরিয়ে দিয়েছেন সামসেরগঞ্জ থানার জাফরাবাদের হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার। যদিও গত ২৬ এপ্রিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর Suvendu Adhikari কাছ থেকে চেক গ্রহণ করেছেন তাঁরা ।