Samserganj News রেললাইনে ঝাঁপ গৃহবধূর! মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য

Published By: Imagine Desk | Published On:

Samserganj News গৃহবধূর এই পরিণতি দেখে চমকে উঠলেন এলাকার মানুষ। ভিড় জমল রেল লাইনের ধারে। কারণ, রেল লাইনের ধার থেকেই উদ্ধার হল দুই সন্তানের মায়ের রক্তাক্ত দেহ। রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার অন্তর্গত  ধানঘরা ভাঙ্গা লাইন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দশ বছর আগে সুতির বড় কাঁকড়ামারি গ্রামের জেসমিরা খাতুনের বিয়ে হয়েছিল সুতির খাপুর এলাকায়। পরিবারের দাবি, মাঝেমধ্যেই সংসারে অশান্তি হতো বলে অভিযোগ।

Samserganj News বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয় বলেই দাবি মৃতের পরিবারের। অশান্তির জেরেই দুই সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছাড়েন জেসমিরা খাতুন। এরপরেই  শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ জঙ্গিপুরগামী একটি মালগাড়ির নীচে মরন ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ ও রেল পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।