Samserganj News নৃশংস ঘটনার ২০ দিনের মাথায় পুলিশের হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত। পুলিশের বিশেষ অভিযানে হাতেনাতে গ্রেপ্তার করা হল অভিযুক্তকে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার অন্তর্গত জাফরাবাদে ঘটে যায় বীভৎস ঘটনা। বৃদ্ধ হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে খুনের অভিযোগ হয়। এই খুনের ঘটনায় এবার মূল অভিযুক্ত গ্রেপ্তার। ধৃতের নাম নুরুল ইসলাম। শুক্রবার রাতে ফরাক্কা থানার অন্তর্গত হাউসনগর থেকে গ্রেপ্তার করা হয় নুরুল ইসলামকে। সামশেরগঞ্জের সুলিতলা এলাকার বাসিন্দা নুরুল।
Samserganj News শনিবার ধৃতকে জঙ্গিপুর আদালতে তোলা হয়। নৃশংস এই ঘটনায় গ্রেপ্তার সংখ্যা দাঁড়াল ৮। উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদে অশান্তির আবহে গত ১২ ই এপ্রিল সামশেরগঞ্জের জাফরাবাদে নৃশংসভাবে খুন করা হয় বাবা ও ছেলেকে। অভিযোগ ওঠে হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে খুন করা হয়। এই ঘটনায় আগেই সাত জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার পুলিশের জালে মূল অভিযুক্ত নুরুল ইসলাম।