Samserganj News ওয়াকফ আইনের বিরোধিতায় কয়েকদিন আগেই উত্তপ্ত হয় মুর্শিদাবাদের সামসেরগঞ্জ। সেই সামশেরগঞ্জেই এবার উদ্ধার হল বিপুল পরিমান জালনোট। গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। পুলিশ সুত্রে জানা গিয়েছে সোমবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে সামসেরগঞ্জের ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা গ্রেপ্তার করা হয় দুজনকে। ধৃতদের নাম আল আমিন শেখ এবং মিস্টার শেখ। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১৬ লক্ষ টাকার জালনোট বাজেয়াপ্ত করে পুলিশ। এই জালনোটগুলি মালদা থেকে সামশেরগঞ্জে আনা হয়েছিল বলে সামসেরগঞ্জ থানার পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। সামসেরগঞ্জে কি হাত বদলের উদ্দ্যেশ্য ছিল? কোথায় যেত এই জাল নোট? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তে সামসেরগঞ্জ থানা। সোমবার ধৃত দুজনকে সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠানো হয়। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার শাউ জানান, দুজনকে ধরা হয়। পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত চলবে। তদন্ত চলবে।
Samserganj News লক্ষ লক্ষ টাকার জালনোট বাজেয়াপ্ত, ধৃত মালদার দুই যুবক
Published By: Imagine Desk |
Published On:
