Samserganj News ফের আক্রান্ত শৈশব, খেলতে খেলতেই ঘটে গেল বিপদ

Published By: Imagine Desk | Published On:

Samserganj News বোমার আঘাতে ফের আক্রান্ত শৈশব। বুধবার বেলা ১০ টা নাগাদ মুর্শিদাবাদেসামসেরগঞ্জ থানার অন্তর্গত উত্তর মহম্মদপুরের মাঠে বল ভেবে পুরনো বোমার অংশ নাড়াচাড়া করতে গিয়ে জখম হল দুই শিশু। তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে  চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজকার মতোই এদিনও খেলা করছিল শিশুরা।  কৌতূহলবশত বল ভেবে মাটিতে পড়ে থাকা পুরনো বোমার অংশ হাত দিলেই ফেটে যায়। বিস্ফোরণের আওয়াজে ছুটে আসে আশপাশের লোকজন। ছুটে আসে পরিবারের সদস্যরা। তড়িঘড়ি ঘটনাস্থল থেকে আহত দুই শিশুকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Samserganj News  জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় বলেন, ‘প্রথমিক তদন্তে জানা গেছে, শিশু দুটি খেলার সময় কোন কারনে মাঠের পাশে রাখা বোমার সংস্পর্শে আসে। খেলার সময় পুরনো বোমার সংস্পর্শে এলে জখম হয়। কে বা কারা বোমা ওখানে রেখেছিল তার তদন্ত শুরু হয়েছে।’