Samserganj সাংবাদিকের ছদ্মবেশে জালনোটের কারবার! হাত বদলের আগেই ধুলিয়ানে গ্রেফতার

Published By: Imagine Desk | Published On:

Samserganj সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে দু লক্ষ টাকার জালনোট Fake Currency সহ গ্রেফতার ভুয়ো সাংবাদিক! ধুলিয়ানে গ্রেফতার করা হয় ভুয়ো সাংবাদিককে। বৃহস্পতিবার বিকেলে ধুলিয়ান কলাবাগান গঙ্গা ঘাট থেকে গ্রেফতার করা হয় বিশ্বজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তিকে। জানা যায়, ধৃত ব্যক্তি মুর্শিদাবাদের মোতিঝিল সংলগ্ন এলাকার বাসিন্দা। ব্যাগ ভর্তি জাল নোট নিয়ে ধুলিয়ানে আসে ঐ ব্যক্তি। ধুলিয়ান গঙ্গা ঘাট হয়ে মালদায় জালনোট পাচারের ছক ছিল! যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়। ধুলিয়ান গঙ্গা ঘাটে নাকা তল্লাশি আটক করা হয় বিশ্বজিৎ বিশ্বাসকে। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে দুই লক্ষ টাকার জালনোট। এরপরেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। কবে থেকে চলছিল এই কারবার? গোটা ঘটনার তদন্তে সামসেরগঞ্জ থানার পুলিশ।