Salar Incident চাঁদার জুলুম! গুরুতর আহত চালক হাসপাতালে ভর্তি

Published By: Imagine Desk | Published On:

Salar Incident তোলাবাজির জুলুম! ফের শিরনামে মুর্শিদাবাদের সালার। চাঁদা না দেওয়ার বিদ্যুৎ দপ্তরের গাড়ি চালককে মারধরের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় কান্দি হাসপাতালে চিকিৎসাধীন মতিউর রহমান নামে ঐ চালক।

Salar Incident কী অভিযোগ?

আহতের অভিযোগ বেশ কিছুদিন ধরেই এলাকার বেশ কিছু দুষ্কৃতী তাঁর কাছে চাঁদার দাবি করে। বুধবার সন্ধ্যায় সালার থানা থেকে কাজ সেরে ফেরার পথে সালার থানার অন্তর্গত মহাজনপট্টি মোড় এলাকায় তাঁর পথ আটকায় দুষ্কৃতীরা। চাঁদা না দেওয়ায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ।

Salar Incident  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ব্যক্তি জানান-

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মতিউর রহমান বলেন, ” কিছুদিন আগেই কয়েকজন চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকার করি। কাজ সেরে বাড়ি ফেরার পথে পরিচিত কয়েকজনই আমার উপরে চড়াও হয়। চাঁদা না দেওয়ায় ভাবে মার খেতে হবে ভাবতেও পারিনি। এই তোলাবাজি বন্ধ হোক, প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক”।

Salar Incident উল্লেখ্য, দিন কয়েক আগেই গত ২০ শে ডিসেম্বর সিন্ডিকেট রাজের অভিযোগ করেন সালারের এক ব্যবসায়ী। ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছিলেন স্থানীয় পাঁচজন। সপ্তাহ না ঘুরতেই ফের একই অভিযোগে সরগরম সালার।