Sagarpara School সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী। এর প্রভাব পড়েছে মুর্শিদাবাদের সীমান্তবর্তী স্কুল গুলিতেও। উদ্বেগজনক পরিস্থিতি সাগরপাড়া থানার অন্তর্গত তিনটি স্কুলে। দীর্ঘদিনের প্রাচীন সাগরপাড়া হাইস্কুল। এই স্কুলে ২৫ জন শিক্ষক শিক্ষার মধ্যে চাকরি বাতিল হয়েছে ১৩ জনের। স্কুলে পড়ুয়া সংখ্যা প্রায় ২ হাজার। ১২ জন শিক্ষকের দায়িত্বে পুরো স্কুল। শনিবার থেকে স্কুলে শুরু হবে পরীক্ষা। সব নিয়ে কার্যত দুশ্চিন্তায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিউর রহমান খান। তিনি জানিয়েছেন, এত বড় স্কুল। যেখানে আর্টস, সায়েন্স, ভোকেশানাল সবই আছে। দীর্ঘদিন পরীক্ষা না হওয়ায় স্কুলে স্কুলে শিক্ষকের ঘাটতি ছিল। এই রায়ের ফলে সেখান থেকে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হল। এর প্রভাব পর্বে পুরো শিক্ষা ব্যবস্থার ওপরেই।
Sagarpara School সাগরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ছবিটাও প্রায় একই। এই স্কুলে ২৬ জন শিক্ষিকার মধ্যে ১৪ জনের চাকরি বাতিল হয়েছে। বর্তমানে স্কুলে রয়েছেন ১২ জন শিক্ষিকা। প্রায় ১৯২০ জন ছাত্রী রয়েছে স্কুলে। শুক্রবার থেকে স্কুলে শুরু হয়েছে পরীক্ষা। সেই পরীক্ষা চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষিকাদের। সাগরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সান্তা দে বলেন, ” জীবনে এরকম দেখিনি। কান্নায় ভেঙে পড়েন চাকরি বাতিল হওয়া শিক্ষিকারা। সান্ত্বনা দিয়েছি কিন্তু কী ভাষায় দেব জানিনা। ইউনিট পরীক্ষা চালানো খুব দুষ্কর।”
Sagarpara School সাগরপাড়ার কাজীপাড়া হরিদাস বিদ্যাভবনে ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় ২৩০০। শিক্ষক ছিল ২১ জন। এর মধ্যে চাকরি গিয়েছে ৬ জনের। ১৫ জন শিক্ষক নিয়ে বর্তমানে স্কুল চালানো নিয়ে সমস্যায় পড়েছে স্কুল কতৃপক্ষ। স্কুলে প্রধান শিক্ষক ফেরদৌস ওয়াহিদ সেলিম জানিয়েছেন, ১৫ জন শিক্ষক কীভাবে স্কুল চালাবে কিছুই বোঝা যাচ্ছে না। চরম সংকট, সমস্যা দেখা দিয়েছে। আগামী দিনে কী হবে জানা নেই। এভাবে অসম্ভব স্কুল পরিচালনা করা।
Sagarpara School একসাথে এত সংখ্যক শিক্ষক চাকরি হারানোয় স্কুল পরিচালনার ক্ষেত্রে কীভাবে সামাল দেবে স্কুলগুলি। কার্যত মাথায় হাত শিক্ষক, শিক্ষিকাদের।