Sagarpara News চাকরি বাতিলের প্রভাব পড়েছে স্কুলে স্কুলে। ছাত্র ছাত্রীরা স্কুলে এলেও শিক্ষক নেই। সংকটজনক এই অবস্থার সমাধান চেয়ে পথে নেমে প্রতিবাদ পড়ুয়াদের। যোগ্য শিক্ষকদের স্কুলে ফিরিয়ে দেওয়া হোক- এই দাবীতে রাস্তায় নেমে বিক্ষোভ ছাত্রদের। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত কাজীপাড়া হরিদাস বিদ্যাবভনের পড়ুয়ারা মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিন বেলা ১২ টা থেকে বেলা ১ টা পর্যন্ত অবরোধ চলে। রাস্তায় বাঁশ ফেলে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে স্কুলের পড়ুয়ারা। পড়ুয়াদের অবরোধের জেরে জলঙ্গী-শেখপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে যায়। যান চলাচল স্তব্ধ থাকে প্রায় ঘণ্টা খানেক। স্কুলের দশম শ্রেণীর পড়ুয়াদের দাবি, তারা আগামী বছর মাধ্যমিক দেবে। অথচ স্কুলে বর্তমানে শিক্ষক নেই, ক্লাসই হচ্ছে না। পড়াশোনা ব্যহত হচ্ছে। ক্লাসে গিয়ে বসে থাকতে হচ্ছে।
Sagarpara News ২০১৬ র এসএসসি-র প্যানেল বাতিলে চাকরি হারিয়েছেন কাজীপাড়া হরিদাস বিদ্যাবভনের ৬ জন শিক্ষক শিক্ষিকা এবং ৩ জন শিক্ষা কর্মী। ওনারা স্কুলে আসছেন না। ফলে পঠনপাঠন যে ব্যহত হচ্ছে সে কথা শিকারও করেন
স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস ওয়াহিদ সেলিম। তিনি বলেন, ” স্কুলে আড়াই হাজার ছাত্র ছাত্রী। মোট শিক্ষক সংখ্যা ছিল ২১ জন। ৬ জনের চাকরি বাতিল হওয়ায় বর্তমানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা ১৫ জন। আজকে মালদায় ৩ জন শিক্ষক গিয়েছেন।” পড়ুয়াদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘ শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম হলেও সোমবার অব্ধি সমস্ত ক্লাসই নেওয়া হয়েছে। পড়ুয়াদের বুঝিয়ে বলাও হয় শান্ত থাকতে। যদিও মঙ্গলবার পড়ুয়াদের একাংশ আবেগের বসে আন্দোলনের পথে নামেন।” প্রধান শিক্ষক আরও জানান, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা , শিক্ষা কর্মীরা যেন বিদ্যালয়ে আসেন, সঙ্কট দূর হোক।
Sagarpara News শিক্ষকের দাবীতে অনড় স্কুলের পড়ুয়ারা। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে সাগরপাড়া থানার পুলিশ। বিক্ষোভরত পড়ুয়াদের দাবি শোনা হয়। তাদের আশ্বস্ত করা হয়। প্রায় এক ঘন্টা পর অবরোধ উঠে যায়। স্বাভাবিক হয় যান চলাচল।