Sagarpara News সবুজ ধানের জমির মধ্যে গোলাপি রঙের প্যাকেট। যা দেখে সন্দেহ হয় কৃষকদের। গোলাপি প্যাকেটের ভেতরে উঁকি দিতেই শিউরে ওঠার উপক্রম। তারপর যা সামনে এল তাতেই কার্যত মাথায় হাত গ্রামবাসীদের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সাগরপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে সাগরপাড়া থানার অন্তর্গত চকরামপ্রসাদ এলাকায় ধানের জমিতে সেচের কাজে ব্যস্ত কৃষকদের নজরে আসে একটি প্যকেট। খবর ছড়িয়ে পড়ে মুহূর্তে। খবর দেওয়া হয় সাগরপাড়া থানায়।
Sagarpara News খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাগরপাড়া থানার পুলিশ। প্যাকেট থেকে উদ্ধার হয় তাজা বোমা। জমির মধ্যে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে কৃষিজীবীরা। কারা কী উদ্দেশ্যে বোমাগুলো জড়ো করে রেখেছিল! খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়। বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।